• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে বিজয় র‍্যালি

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ১৬ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৪:৪৭, ১৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীতে বিজয় র‍্যালি

বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালি উদযাপন করেছেন শিবপুর উপজেলা বিএনপি। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালিটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে শিবপুর কলেজ গেইটের শহিদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। বিজয় র‍্যালীর নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।

বিজয় র‍্যালী ও সভা শেষে দলীয় নেতাকর্মীরা বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূইয়ার কবরে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় ৭১ এর সকল শহিদ ও আহত মুক্তিযোদ্ধা, ছাত্র-জনতার আন্দোলনের সকল শহিদ ও আহতের স্বরণে দোয়া করা হয়। 

বিজয় র‍্যালীতে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবু ছালেহ রিকাবদার, সিনিয়র সহসাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম মোল্লা, উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি টিটু মৃধা, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক  ফারজানা হক কামনা ও সাংগঠনিক সম্পাদক ফিরুজা ডেজীসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতারা। 

বিভি/এজেড

মন্তব্য করুন: