সেনাবাহিনীর হাতে আটক বিএনপির ৭ নেতাকর্মী, ছাড়া পেল মুচলেকায়

সিগন্যাল না মানার অভিযোগে ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে সেনাবাহিনী।
রবিবার (১৫ ডিসেম্বর) রাতে জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আমিনবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে সকালে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মী আটক হওয়ার পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।
বিভি/এজেড
মন্তব্য করুন: