• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঝিনাইদহে বেসিক জার্নালিজম প্রশিক্ষণের সনদ পেলেন ৩৫ জন

এম আর রাসেল, ঝিনাইদহ 

প্রকাশিত: ১৫:১৪, ২৩ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ঝিনাইদহে বেসিক জার্নালিজম প্রশিক্ষণের সনদ পেলেন ৩৫ জন

ঝিনাইদহে তিন দিনব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন কুষ্টিয়া সরকারি আমলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মহাব্বত হোসেন টিপু। 

এ সময় ঝিনাইদহ থেকে প্রকাশিত দৈনিক নব চিত্র পত্রিকার সম্পাদক রকেট আলাউদ্দিন আজাদ, পিআইবি’র অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক পারভীন সুলতানা রাব্বী, ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর জামিল খান, এডজাস্ট ফ্যাকাল্টি ইউনিভার্সিটি অফ লিভারেল আর্ট এর সম্পদ ব্যক্তি নাজিয়া আফরিন ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলসহ ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের আয়োজনে গত শনিবার থেকে এ প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষনে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও কনটেন্ট ক্রিকেটারসহ ৩৫ জন তরুণ সাংবাদিক অংশ গ্রহণ করেন। 

মন্তব্য করুন: