সুগন্ধা নদীতে ভয়াবহ লঞ্চ অগ্নিকাণ্ডের ৩ বছর আজ

সারি সারি কবরগুলো লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের। ঝালকাঠীর সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ৩ বছর আজ। ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলো ৪৯ যাত্রী। সেই রাতের স্মৃতি এখনো দগদগে বেঁচে যাওয়া ভুক্তভোগীদের কাছে।
মুক্তা আক্তার নির্বাক তাকিয়ে থাকেন স্বামীর কবরের দিকে। দুই সন্তান ও শ্বশুর-শাশুড়ি নিয়ে দুর্বিষসহ দিন কাটছে তার। ২০২১ সালের ২৪ ডিসেম্বর লঞ্চে অগ্নিকান্ডে স্বামী রিয়াজ হাওলাদারকে হারান তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বেঁচে থাকার লড়াই করে চলেছেন মুক্তা।
ভয়াবহ ওই লঞ্চ দুর্ঘটনায় কেড়ে নিয়েছে কারো ভাই, কারো বোন, কারো মা-বাবা ও সন্তান। তিন বছর পরেও স্বজনদের কাছে প্রিয়জন হারানোর বেদনা এখনো দগদগে।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অস্বচ্ছল পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
২০২১ সালে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে আগুন লাগে ২৪ ডিসেম্বর ভোরে। এতে নিহত হন ৪৯ জন।
বিভি/এজেড
মন্তব্য করুন: