• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জাহাজে হত্যাকাণ্ডের শিকার ছেলের শোকে বাবার মৃত্যু 

শরীফ আনোয়ারুল হাসান রবীন, মাগুরা

প্রকাশিত: ১৬:২১, ২৭ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
জাহাজে হত্যাকাণ্ডের শিকার ছেলের শোকে বাবার মৃত্যু 

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে হত্যাকান্ডের শিকার একজন মাগুরার সজীবুল ইসলাম। ছেলের এমন মৃত্যুর শোক সইতে না পেরে অবশেষে নিজেও না ফেরার দেশে চলে গেলেন বাবা দাউদ মোল্যা। 

বৃহস্পতিবার (২৬ ডিসেস্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে মারা যান তিনি। এদিকে নির্মম হত্যাকান্ডের শিকার হওয়া পুত্রের শোকে বাবার এমন মৃত্যুর ঘটনায় এলাকা জুড়েই মানুষের মাঝে চলছে শোকের মাতম। 

গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছেলে সজিবুলের মৃত্যুর খবর শোনার পর থেকেই বার বার কান্নায় ভেঙে পড়ছিলেন বাবা দাউদ মোল্লা। তাকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন স্বজনেরা। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এর পর গত রাতে বাড়িতেই মারা যান শোকাহত বাবা দাউদ মোল্লা। 

স্বজনরা জানায়, গত পাঁচ বছর ধরে জাহাজের বিভিন্ন পদে চাকরি করেছেন সজিবুল। সম্প্রতি জাহাজের চাকরিতে পদোন্নতি পেতে পরীক্ষা দিয়েছিলেন তিনি। সেই ফলাফলের অপেক্ষায় ছিলেন। এ সময় অলস বসে না থেকে সম্প্রতি  এমভি আল বাখেরা জাহাজে গ্রিজার পদে চাকরি নেন সজিবুল।

নিহত সজীবুলের বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হয়। মাস পাঁচেক আগে বিয়ে করেছিলেন তিনি।

বিভি/এজেড

মন্তব্য করুন: