• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পানির ট্যাংকের ভেতর লুকিয়েও রেহাই পেলেন না আ.লীগের সাবেক নেত্রী

প্রকাশিত: ১৮:১২, ২৭ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
পানির ট্যাংকের ভেতর লুকিয়েও রেহাই পেলেন না আ.লীগের সাবেক নেত্রী

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী

পুলিশের ভয়ে এবং গ্রেপ্তার এড়াতে পানির ট্যাংকির ভেতর লুকিয়ে ছিলেন আওয়ামী লীগের এক নেত্রী। তবে শেষ রক্ষা হয়নি। সেখান থেকেই হয়েছেন গ্রেপ্তার। চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার একটি ভবনের পানির ট্যাংকে লুকানো অবস্থায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) সোলতানা এই তথ্য জানিয়ে বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে নাজনীন সরওয়ার কাবেরীকে আমরা হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে কক্সবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

জানা যায়, অভিযানের খবর পেয়ে নাজনীন সরওয়ার কাবেরী চকবাজার থানার দেবপাহাড় এলাকায় নিজ বাসার ছাদে থাকা একটি পানিশূন্য গাজী পানির ট্যাংকে লুকিয়ে পড়েন। পরে সেখান থেকে তাকে আটক করা হয়।

নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সর্বশেষ কক্সবাজার-৩ ও কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। এ ছাড়া তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরওয়ার কমল ও রামুর সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের বোন।

বিভি/এজেড

মন্তব্য করুন: