• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সড়কে মৃত্যু থামছে না, পৃথক দুর্ঘটনায় নিহত ৪ আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি 

প্রকাশিত: ১৪:১৬, ১২ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
সড়কে মৃত্যু থামছে না, পৃথক দুর্ঘটনায় নিহত ৪ আহত ৩০

ফরিদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন। রবিবার (১২ জানুয়ারি) ফরিদপুর-বরিশাল ও ফরিদপুর খুলনা-মহাসড়কের পৃথক দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

রোববার সকাল পৌনে ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার বাসাগাড়ি নামকস্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে আলিফ মীম (ফরিদপুর ব ১১-০১৭২) নামে একটি যাত্রীবাহী বাসের সাথে একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

অন্যদিকে রোববার বেলা পৌনে একটার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দিতে মাজেদা জুট মিলের সামনে মোটরসাইকেলের সাথে বাসের দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হন। নিহতদের একজন ওই বাসের কন্ডাকটর ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে কর্তব্যরত হাইওয়ে পুলিশের চেকপোষ্টে দাঁড়িয়ে থাকা ফরিদপুরমুখী ওই মোটরসাইকেলটিকে যশোর থেকে ফরিদপুরমুখী মুক্তা পরিবহন নামে একটি যাত্রীবাহী পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত একজনের বাড়ি ফরিদপুর শহরের শোভারামপুরে বলে জানা গেছে।

এদিকে ফরিদপুরের মুন্সিবাজারে রেলের সাথে মাইক্রোবাসের ধাক্কায় আহত চা দোকানদার মো: জিন্নাত চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে ঢাকায় মারা গেছেন। গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। এতে সেদিন চারজন নিহত হন। নিহতদের মধ্যে একজনের নাম সাজ্জাদ খাঁ (২৫)। তিনি ফরিদপুরের মধুখালীর ব্রাক্ষণকান্দী গ্রামের আলেফ খানের ছেলে। 

সাজ্জাদ দুর্ঘটনাকবলিত বাসের কন্ডাকটর ছিলেন বলে জানা গেছে। নিহত অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। বাসটিতে ৩০‌ জনের বেশি যাত্রী ছিল। এতে কমবেশি প্রায় সকলেই আহত হন। গুরুতর আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিভি/এজেড

মন্তব্য করুন: