• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এম আর রাসেল, ঝিনাইদহ 

প্রকাশিত: ১৩:৫৬, ২৫ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত  হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে এ উপলক্ষে কোটচাঁদপুর শহরের পৌর পাঠাগার থেকে "হাসিমুখে রক্তদান, বাঁচতে পারে লক্ষ প্রাণ" এই স্লোগানে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সে সময় ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজের প্রভাষক আলমগীর হুসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আমানুল্লাহ আল মামুন, এছাড়াও কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুন্না বিশ্বাস, অফিসার ইনচার্জ মো. কবির হোসেন মাতুব্বর, কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সভাপতি, শেখ মশিউর রহমান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আলীম, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক মহিউল হাসনাত পায়েলসহ বিভিন্ন জেলা উপজেলার ২৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।  

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক কাজ। এ কাজে সকল শ্রেণী পেশার মানুষকে একত্রিত করতে হবে। আক্রান্ত মানুষের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে। মানুষ ও দেশের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের কাজ করতে হবে, তবেই দেশের উন্নতি হবে। তিনি ব্লাড ব্যাংককে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন'।

এরপর আগত স্বেচ্ছাসেবী সংগঠনদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: