সুন্দরবনে অস্তিত্ব সংকটে পড়েছে সুন্দরী গাছ

ছবি: সংগৃহীত
সুন্দরবনে অস্তিত্ব সংকটে পড়েছে সুন্দরী গাছ। আধিপত্য বেড়েছে গেওয়া,গরান উদ্ভিদসহ বিভিন্ন লতাপাতার। এসব উদ্ভিদ ও লতা-পাতার বিস্তার চলমান থাকলে হারিয়ে যেতে পারে সুন্দরীসহ বিভিন্ন উদ্ভিদ।
পৃথিবীর বৃহত্তর ম্যানগ্রোভ বনের ৭০ ভাগ ছিলো সুন্দরী বৃক্ষের দখলে। আর এ বৃক্ষকে কেন্দ্র করেই নামকরণ করা হয় সুন্দরবন। কিন্তু বর্তমানে উল্লেখযোগ্য হারে কমেছে এ গাছের পরিমাণ।পর্যটকদের দেখাতে গাছের গায়ে সাইনবোর্ড লাগিয়ে রেখেছে কর্তৃপক্ষ। তবে এতে অসন্তোষ প্রকাশ করেন ভ্রমণপিয়াসুরা।
জলবায়ু পরিবর্তন ও বনে লবনাক্ত বেড়ে যাওয়ার কারণকে দুষছেন বনকর্মকর্তারা।
সুন্দরীসহ বিভিন্ন মূল্যবান উদ্ভিদ রক্ষায় এখনই প্রয়োজীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ পরিবেশবিদদের।
বিভি/এআই
মন্তব্য করুন: