• NEWS PORTAL

  • শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সিলেটে সাবেক এমপি ও মেয়রের বাসায় হামলা

প্রকাশিত: ০৯:২৭, ৩ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সিলেটে সাবেক এমপি ও মেয়রের বাসায় হামলা

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় দুর্বৃত্তদের হামলার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় সাবেক মেয়র ও এমপির বাসায় এই হামলা হয়েছে। পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় প্রবেশ করে বাসার আসবাবপত্র ভাংচুর করে হামলাকারীরা।

এর আগে নগরীর হাউজিং এস্টেট এলাকায় শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় বেশ কয়েকজন মিছিল সহকারে গিয়ে বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাংচুর করে। তবে, হামলায় কেউ হতাহত হয়নি। এরইমধ্যে ঘটনাস্থল ঘুরে দেখেছে পুলিশ। তদন্ত চলছে। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: