• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘ফিলিস্তিনি ইস্যুতে দেশের সরকারের সরাসরি হস্তক্ষেপ চায় দেশবাসী’

প্রকাশিত: ১৮:২০, ১২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:২১, ১২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
‘ফিলিস্তিনি ইস্যুতে দেশের সরকারের সরাসরি হস্তক্ষেপ চায় দেশবাসী’

ফিলিস্তিনে বর্বরোচিত হামলায় বাংলাদেশের জনগণ সরাসরি দেশের সরকারের হস্তক্ষেপ চায় বলে জানিয়েছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোঃ রহমাতুল্লাহ। 

গতকাল শনিবার (১২ এপ্রিল) সকাল ১১ টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন বরিশাল সদর উপজেলা বিএনপি'র ১ নং সদস্য আবু নাসের মোঃ রহমাতুল্লাহ।

এসময় নাসের বলেন, ফিলিস্তিনে বর্বরোচিত ইসরাইলের হামলার অবিশ্বাস্য মানবিক বিপর্যয়ের মুহূর্তে সচেতন মানুষ হিসেবে নিশ্চুপ থাকলে তা হবে মানবতার অপমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংঘাত নয়, শান্তিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। একই সঙ্গে নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে আমাদের রয়েছে দৃঢ় অবস্থান।

আজ বিশ্ববাসীর উচিত, সম্মিলিত প্রতিবাদের মাধ্যমে এই নৃশংস পৈশাচিক ধ্বংসযজ্ঞের অবসান ঘটানো। একইসাথে দেশের সরকারের সরাসরি হস্তক্ষেপ দেশবাসী কামনা করছে।

তিনি আরও বলেন, একমাত্র ঐক্যবদ্ধ মানবিক কণ্ঠস্বরে বিশ্বব্যাপী প্রতিবাদই পারে রাফা ও গাজার অসহায় মানুষের প্রতি সংঘটিত এই বর্বরতার অবসান ঘটাতে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সৈনিক হিসেবে আমরা এ হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একইসাথে আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনে নৃশংস এ হামলার অবসান ঘটানোর মধ্য দিয়ে সমাধান চাচ্ছি। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার অবসান হোক। প্রতিষ্ঠিত হোক ফিলিস্তিনিদের মাতৃভূমির অধিকার। 

বীর মুক্তিযোদ্বা নুরুল আলম ফরিদের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির, নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মাসুদ হোসেন, জাহিদুর রহমান রিপন, স্বাধীনতা ফোরাম, বরিশাল মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর ইসলাম উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন টিটু,  নগর স্বেচ্ছাসেবক দল নেতা  তারিক সুলাইমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুন,  দাইয়ান ইশতি, ইলিয়াস আহমেদ প্রমুখ।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2