• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যশোরে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

প্রকাশিত: ২১:৫৮, ১২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
যশোরে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু

যশোর মুন্সি মেহেরুল্লাহ ময়দানে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু শনিবার (১২ এপ্রিল) দুপুরে মেলার উদ্বোধন করেন।

এ সময় যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

মেলা উদ্বোধন করে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু  বলেন, ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় কোনও প্রভাব পড়বে না । ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারত হয়ে তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য যেতো, ভারত সেই চুক্তি বাতিল করাতে আমাদের দেশে তার কোনও প্রভাব পড়বে না। বরং আমাদের যে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, সেটাকে কাজে লাগিয়ে সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলা যাবে।ভারত হঠাৎ করে বাংলাদেশের জন্য সড়কপথে পণ্য রফতানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে আমাদের দেশকে বেকায়দায় ফেলার যে গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে তা কোনোভাবেই যেন সফল না হয় সেই জন্য আমাদের দ্রুত বিকল্প চিন্তা ও কাজ শুরু করতে হবে। 

তিনি আরও বলেন, দেশে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বিনিয়োগ বৃদ্ধি না হলে দেশের কোনও উন্নয়নই হবে না। ব্যবসা-বাণিজ্যের প্রসারের লক্ষ্যে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত দেশী পণ্যের পরিচিতি লাভের জন্য যশোরে এই শিল্প ও বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। দীর্ঘ দিন পর যশোর চেম্বারের উদ্যোগে এ জাতীয় মেলার আয়োজন করায় যশোরের ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এই মেলায় দেশের বিভিন্ন প্রান্তের দুই শতাধিক পণ্যের স্টল সাজিয়ে বসেছেন বিক্রেতারা। 

 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2