হারিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জের মৃৎশিল্প

ফাইল ছবি
প্লাস্টিক,সিলভার আর অ্যালুমিনিয়াম তৈজসের ভিড়ে চাহিদা কমেছে মাটির তৈরি জিনিসের। আধুনিকতার সাথে খাপ খাওয়াতে না পেরে হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্প। পেশা বদলেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলের বেশিরভাগ কুমার। বংশ পরম্পরায় ঐতিহ্য টিকিয়ে রেখেছেন কয়েকজন।
বড়ই দুর্দিন যাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের মৃৎশিল্পীদের। তিনবেলা ডাল-ভাত জোটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবুও জীবন-জীবিকার তাগিদে কঠোর পরিশ্রম করে বাপ-দাদার এ পেশাকে আঁকড়ে ধরে আছেন কেউ কেউ।
আধুনিক যুগের প্লাস্টিক সামগ্রীসহ অন্যান্য জিনিস পত্রের সাথে প্রতিযোগিতায় টিকতে না পারায় এই শিল্পে ধস নেমেছে। মাটি ও জায়গার সংকট, বাজারে চাহিদা কমে যাওয়াসহ নানা কারণে পেশা বদলেছেন কুমাররা।
অনেকেই টিকে আছেন মূর্তি তৈরি করে। তবে সরকারি প্রশিক্ষণ পেলে, আধুনিক পণ্য তৈরি করতে পারলে প্রাচীনতম এ পেশা রক্ষা করা যেতো বলে মনে করেন শিল্পীদের কেউ কেউ।
সরকারি-বেসরকারি সহযোগিতায় পারে এ শিল্পকে টিকিয়ে রাখতে, বলছেন সংশ্লিষ্টরা।
বিভি/এসজি
মন্তব্য করুন: