আ. লীগের হামলায় বিএনপির ৬ নেতা-কর্মী আহত

গাইবান্ধায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় বিএনপির ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) রাতে সুন্দরগঞ্জের ছাপড়হাটি ইউনিয়নের মন্ডলের হাটে এ ঘটনা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা বাবুর ঔষধের দোকানের সামনে রাখা বেঞ্চে ধাক্কা লাগে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় বাবুর ভাই আওয়ামী লীগ নেতা নাজমুল মাস্টার ও মঞ্জুরুল ইসলাম এবং জামায়াত নেতা শহিদুলসহ তাদের লোকজন শফিকুলকে মারধর করে। পরে শফিকুল জীবন রক্ষায় পাশের একটি দোকানে আশ্রয় নেন। খবর পেয়ে যুবদল ও বিএনপির নেতাকর্মীরা শফিকুলকে উদ্ধার করতে গেলে তাদের ওপরেও হামলা চালানো হয়। এতে পাঁচ নেতাকর্মীসহ অন্তত ৬ জন আহত হন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: