সঙ্গীতগুরু উস্তাদ মিহির লালা নাগরিক স্মরণ সভা

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠসৈনিক সঙ্গীতগুরু উস্তাদ মিহির লালা নাগরিক স্মরণ সভা চট্টগ্রাম প্রেস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) উক্ত সভায় উস্তাদ মিহির লালার জীবনী নিয়ে আলোচনা করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বরেণ্য বংশিশিল্পী ক্যাপ্টেন আজিজুল ইসলাম, অধ্যক্ষ রীতা দত্তসহ অন্যরা।
নাগরিক স্মরণ সভায় আলোচকরা বলেন, উপমহাদেশীয় সংগীতে কেউ মহান শিল্পী, কেউ হয়তো হয়েছেন সঙ্গীতজ্ঞ। এক্ষেত্রে উজ্জ্বল ব্যতিক্রম উস্তাদ মিহির লালা। তিনি সারা দেশে শাস্ত্রীয় সঙ্গীতের একজন অগ্রগণ্য শিল্পী এবং যথার্থ সঙ্গীতজ্ঞও। মুক্তবাজার অর্থনীতির প্রবল প্রলোভনের যুগে চটুল লঘু বিনোদনমুখী গান-বাজনার সংসর্গ থেকে দূরে সরে থেকে নিজেকে তিনি ব্যাপৃত রেখেছিলেন শাস্ত্রীয় সংগীতের কলাক্ষেত্রে।
একইসঙ্গে শুদ্ধ সুরের বীজতলা তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের শাস্ত্রীয় সঙ্গীতের কঠিন পথের অনুগামী করে তিনি যথার্থই সংগীত গুরু ও সঙ্গীতজ্ঞ হিসেবে সারা দেশে নিজেকে পরিগণিত করতে সমর্থ হয়েছিলেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: