• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশের বিভিন্ন স্থানে বর্ষবরণ 

প্রকাশিত: ১৩:৫৪, ১৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
দেশের বিভিন্ন স্থানে বর্ষবরণ 

রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ বরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। 

শোভাযাত্রাটি রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল সাজে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন পোশাকে সজ্জিত হয়। শোভাযাত্রায় হাতি, ঘোড়া, প্যাঁচাসহ বিভিন্ন জাতীয় পাখি স্থান পেয়েছে।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় লুঙ্গি, গামছা, ফতুয়া, লাল শাড়ি ও বৈশাখি শাড়ি পরে বাঙালি সাজে উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনে পালিত হচ্ছে বাঙালির লোকজ ঐতিহ্য বহনকারি সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় কালেক্টরেট পার্ক চত্বরে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান শেষে সকলের অংশ গ্রহণে সেখান থেকে বর্ষ বরণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ১০ দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ।

জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মূখর পরিবেশে ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। 
এছাড়া বাংলানববর্ষ উপলক্ষে হাসপাতাল, কারাগারে, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের ঐতিহ্যবাহি বাঙালী খাবার পরিবেশন করা হচ্ছে। 

চট্টগ্রামে ছোট পরিসরে  উদযাপন হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব। নগরীর সিআরবির শিরীষ তলায় হচ্ছে পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান। নাচ-গান-আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করছে চট্টগ্রামবাসী। তবে এবার হচ্ছে না সাহাব উদ্দিনের বলীখেলা। সিআরবি ছাড়াও নগরীর ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান হবার কথা থাকলেও গত রাতে ডিসি হিলে অনুষ্ঠান মঞ্চ দুর্বৃত্তরা ভাংচুর করায় সেখানে বর্ষবরণের অনুষ্ঠান বাতিল করে আয়োজকরা। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা  বের করা হয়।এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন  বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। সেখানে অংশ নেন সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন। 

বাংলা নতুন বছরের প্রথম দিন, বাংলা নববর্ষ ১৪৩২। আর বাংলার এই নতুন বছর ১৪৩২ কে স্বাগত জানিয়ে সারাদেশের মতো প্রাণের উৎসবে মেতে ওঠেছে রংপুর। বাঙালি আমেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ১০ টায় জিলা স্কুল মাঠ বটতলা থেকে জেলা প্রশাসনের এ বর্ণিল শোভাযাত্রার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

নগরবাসীর নজর কাড়তে, ঐতিহ্যবাহী লাঠিখেলা, জেলে, কামার কুমোর, লাঙ্গল-জোয়াল ও বিয়ের পালকি, রঙিন পোশাকে, বাদ্যযন্ত্রের তালে, গানে গানে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। এ সময় শোভাযাত্রাটি দেখতে রংপুরের রাস্তার দু’ধারে ভিড় করে নগরীর উৎসুক জনতা। পরে শোভাযাত্রাটি জিলা স্কুল মাঠ থেকে বের হয়ে নগরীর কাচারী বাজার, টাউনহল, সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজকোম্পানী মোড় হয়ে পূণরায় জিলা স্কুল মাঠের বটতলায় গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইম।

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দিবসটিকে বরণ করে নিতে দিনব্যাপি নানা কর্মসূচীর আয়োজন করে জেলা প্রশাসন। সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ সময় কেউ নব বর-বধু, কেউ কমরে কলসি নিয়ে গ্রামের কিশোরী, আবার কেউবা গায়ে হলুদের অবয়বে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে খাগড়াছড়ি জেলা শহরের ঈদগাহ মাঠ থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বটতলে বর্ষবরণ অনুষ্ঠান হলে গিয়ে শেষ হয়।

খাগড়াছড়িতে প্রথম বারের মতো আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2