• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রংপুরের পীরগঞ্জে পাঁচ হাজার মানুষকে বর্ষবরণের পান্তা ভাত খাওয়ালেন জেলা বিএনপি আহ্বায়ক

প্রকাশিত: ১৮:১২, ১৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:১৭, ১৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
রংপুরের পীরগঞ্জে পাঁচ হাজার মানুষকে বর্ষবরণের পান্তা ভাত খাওয়ালেন জেলা বিএনপি আহ্বায়ক

ষোল আনা খাটি বাঙালিয়ানার চিরাইত রূপ ফুটে উঠেছে রংপুরে। বৈশাখের আনন্দ ছড়িয়েছে শহর থেকে গ্রামে। জেলা বিএনপির নেতাকর্মীরা যেন প্রাণের উচ্ছ্বাসে মেতেছেন। উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতেও নানা আয়োজনে বরণ করা হচ্ছে পহেলা বৈশাখকে। গ্রামীণ জনপদের মেঠোপথ ভেঙ্গে শিশু থেকে নানা বয়সীর মানুষ আনন্দের বাঁধ ভেঙেছে।

গ্রামীণ মেলা বসেছে পথে-ঘাটে স্কুল মাঠে। রঙিন পোশাকে নববর্ষ ফুটেছে নব রূপে। বর্ণিল আয়োজনে সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। মঙ্গলবার(১৪ এপ্রিল) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার পাচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বৈশাখ মেলা বসে। জারি-সারী ভাটিয়ালি গানের আসরে মেতে ওঠেন সবাই। গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে সকাল থেকে লাঠি খেলা, ধীরে সাইকেল চালানো, বিস্কিট দৌড়, মহিলাদের সুই সুতা দৌড়, বালিশ কেলাসহ নানা ধরনের খেলার আয়োজন করা হয়।

ভোরের আলো ফোটার সাথেই পান্তা ভাতের মাখামাখি চলে। নারী-পুরুষ একসাথে বসে পান্তা ভাতের সাথে পাটশাক ও শুটকি ভর্তার গন্ধ ছড়িয়ে পড়ে। পাঁচগাছি ইউনিয়নের ৫ হাহার মানুষকে পান্তা ভাত মনের মধ্যে শীতল পরশ দেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল নামে। গ্রামীণ সহজ সরল মানুষদের নিজ হাতে পান্তা ভাত পরিবেশন করেন তিনি। এ সময় তিনি বলেন, গেল ১৬ বছরের স্বৈরাচারী শাসনের জুলুম নির্যাতনে মানুষের আনন্দ ছিল নিষ্পেষিত। এবারের বৈশাখ যেন আনন্দের নতুন ধারা তৈরি করেছে। মুক্তমনে যে যারমত করে আনন্দ উপভোগ করছেন। এগিয়ে যাওয়ার দেশে এই আনন্দ ধরে রাখতে সবাইকে স্বাধীন চেতনা হওয়ার আহ্বান জানান তিনি। বলেন গোলাভরা ধান, পুকুর ভরা মাছ, আর ঘরে ঘরে সাদা সুখ ফুটিয়ে তুলতে হলে গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমতাভিত্তিক কাজ করতে হবে।  

এর আগে পীরগঞ্জ মহিলা কলেজের আয়োজনে বৈশাখ উদযাপন করেন পীরগঞ্জ উপজেলা বিএনপি নেতা কর্মীরা।  আর সকালে রংপুর টাউন হল মাঠে বর্ণিল আয়োজনে জেলা বিএনপি বর্ষকে বরণ করেন। 

এসময় পীরগঞ্জ উপজেলা বিএনপির হাফিজুর রহমান সেলিম সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম উপজেলা যুবদলের আহবায়ক আনিসুর রহমান আনিস, সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, সদস্য সচিব আনোয়ার হোসেন রতন, পাঁচগাছি ইউনিয়ন বিএনপি'র সভাপতি ইকরামুল হক আসাদ, সাবেক সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম মিদুল, জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমসহ অনেকে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2