• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ময়মনসিংহে পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ২০:০১, ১৫ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ময়মনসিংহে পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহের তারাকান্দায় মাছের খামারের পুকুরে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে তারাকান্দা উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ঐ গ্রামের মো. আনারুল হকের ছেলে মো. তাওহীদ (৬) ও মো. সামিউল হকের মেয়ে আফছা মণি (৫)।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, বিকাল ৩টার দিকে বাড়ির পাশে মাছ চাষের পুকুরে অল্প পানিতে গোসল করছিল তাওহীদ, আফছা মণি ও তাদের সমবয়সী সাওদা আক্তার। গোসলের একপর্যায়ে তাওহীদ ও আফছা মণি বেশি পানিতে গিয়ে ডুবে যায়। এসময় সাওদার চিৎকারে পরিবারের লোকজন এসে দুজনের মরদেহ উদ্ধার করে।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। ফলে থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2