বান্দরবানে বিএনপির উদ্যােগে পাহেলা বৈশাখ উদযাপন

বৈশাখী শোভাযাত্র ও পান্তা-ইলিশ আয়োজনের মাধ্যদিয়ে নববর্ষকে স্বাগত জানিয়েছে বান্দরবান জেলা বিএনপির। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিংপ্রু জেরীর নেতৃত্বে বৈশাখী শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রটি শহর প্রদক্ষিন করে আবু সাঈদ মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে মুক্ত মঞ্চের সামনে শোভাযাত্রাত্তোর সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বান্দরবান জেলা বিএনপির আহবায়ক সাচিংপ্রু জেরী, সদস্য সচিব মো: জাবেদ রেজা, যুগ্ম আহবায়ক অধ্যাপক মো: ওসমান গনি, নুরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন তুষার, সরোয়ার জামাল প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্য বিএনপি নেতা আব্দুস শুক্কুর, নাছির উদ্দিন চৌধুরী, রিটল বিশ্বাস, সাবেকুর রহমান জুয়েল, নিরুতাজ বেগম, উম্মে কুলসুম লিনাসহ বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ আজ ফ্যাসিবাদী শাসকগোষ্ঠী থেকে মুক্তি পেয়েছে। ১৬টি বছর বিএনপিকে কোন প্রোগ্রাম করতে দেয়নি। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার নিয়ে কথা বলতে দেয় নি। বিএনপি নেতা কর্মীদের নামে ভুয়া ও গায়েবি মামলা দিয়ে ঘর ছাড়া করেছিল। আজ তাদের এমন পরিনতি হয়েছে যে তারা ঘরে পর্যন্ত থাকতে পারছে না। দুর্ণীতি করে ফ্যাসিস্ট সরকারের শীর্ষ নেতা কর্মীরা শত কোটি টাকার মালিক হয়েছে। বক্তারা ফ্যাসিবাদীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সমাবেশ শেষে বৈশাখী রেওয়াজ পান্তা-ইলিশ খাওয়ার আয়োজন শুরু করা হয়। দীর্ঘ বছর পর জেলা বিএনপির এমন আয়োজন জেলায় নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যে লক্ষ্য করা গেছে। জেলা বিএনপির উদ্যােগে আবু সাঈদ মুক্ত মঞ্চে ৩ হাজার মানুষের পান্তা-ইলিশের ব্যবস্থা করা হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: