• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাতক্ষীরায় কেমিক্যাল মিশ্রিত ৫ মন আম জব্দ

প্রকাশিত: ১৬:৫৫, ১৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সাতক্ষীরায় কেমিক্যাল মিশ্রিত ৫ মন আম জব্দ

সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের অভিযানে কেমিক্যাল মিশ্রিত পাঁচ মন অপরিপক্ক আম জব্দ করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের সঙ্গীতা মোড় এলাকায় একটি পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে এসময় পরিবহনে আম বহনের অভিযোগে কাউন্টার ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পুলিশ জানায়,  সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় থেকে পরিবহন যোগে অপরিপক্ক আমের একটি বড় চালান ঢাকায় পাঠানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পিন্টু পদ পালের নেতৃত্বে একটি আভিযানিক দল যমুনা লাইন পরিবহনে অভিযান চালিয়ে উক্ত কেমিক্যাল মিশ্রিত অপরিপক্ক আম জব্দ করে।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, যমুনা লাইন পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ম্যানেজার আশিকুর রহমান শিমুলকে অপরিপক্ক আম পরিবহনে বহন করার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে  কেমিক্যাল মিশ্রিত জব্দকৃত আম সেখানে বিনষ্ট করা হয়।

নেতৃত্ব দেন, সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) প্রণয় কুমার বিশ্বাস।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2