• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৪০ দিন জামাতে নামাজ পড়ায় ২৯৪ জনকে সাইকেল দিলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ২২:০০, ১৬ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
৪০ দিন জামাতে নামাজ পড়ায় ২৯৪ জনকে সাইকেল দিলেন ইউপি চেয়ারম্যান

৪০দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেল জিতে নিয়েছে ফেনীর সোনাগাজীর ২৯৪ জন শিশু-কিশোর। শিশু- কিশোরদের মসজিদমুখী করার লক্ষ্যে উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদ পুরস্কার ঘোষণা দিয়েছিল। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৪০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে পুরস্কার হিসেবে সাইকেল জিতে নিয়েছে ২৯৪ জন শিশু-কিশোর।

বুধবার (১৬ এপ্রিল) বিকালে আমিরাবাদ ভবানী চরন লাহা স্কুল এন্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে শিশু-কিশোরদের পুরস্কৃত করা হয়। নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির বলেন, শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ যোগাতে এমন আয়োজন করা হয়েছে। এ ঘোষণায় উৎসাহিত হয়ে নবাবপুর ইউনিয়নের ৭শতাধিক শিশু-কিশোর মসজিদে নামাজ আদায় শুরু করে। তাদের মধ্য থেকে ৪০ দিন জামাতে  নামাজ পড়া ২৯৪ শিশু কিশোর কে সাইকেল প্রদান করা হয় এবং ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৫১জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

৪০দিন তাকবীরে উলার সাথে নামাজ আদায়কারী ও ক্বেরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও নাশিদ সন্ধায় নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভঞা সার্কেল) তাসলিম হুসাইন, সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, হোসাফ গ্রুপের পরিচালক মাবরুর হোসাইন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নবাবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিন।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2