চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বাসচালক-হেলপার গ্রেফতার

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় যাত্রীবাহী বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় বাসচালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পলাতক বাসের সুপারভাইজার।
পুলিশ অভিযান চালিয়ে বুধবার (১৬ এপ্রিল) বাসচালক সাতকানিয়ার উত্তর পুরানগড় এলাকার মোহাম্মদ লোকমান ওরফে তারেক এবং হেলপার লোহাগাড়ার মাতবর বাড়ির মোহাম্মদ হানিফকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের ঘটনায় অপর সহযোগী সুপারভাইজার মোবারক হোসেনের সংশ্লিষ্টতার কথাও স্বীকার করেছে।
পুলিশ জানায়, গত ১৫ এপ্রিল ভুক্তভোগী কিশোরী কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাসে ওঠে। চট্টগ্রাম শহরে পৌঁছানোর পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার তাকে বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন একটি নির্জন জায়গায় নিয়ে গণধর্ষণ করে বাসের ভেতরেই। পরে কিশোরীর অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয। বর্তমানে ওই কিশোরী চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন।
বিভি/এআই
মন্তব্য করুন: