• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাসচালক বাবা খুন

প্রকাশিত: ১১:২০, ১৭ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাসচালক বাবা খুন

ছবি: সংগৃহীত

মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাসচালক বাবাকে খুন করেছে বখাটেরা। 

রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন। তিনি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য।

পরিবারের সদস্যরা জানায়, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে ইভটিজিং করত। এই নিয়ে প্রতিবাদ করায় বখাটে যুবকরা আকরাম হোসেনের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে। এক পর্যায়ে বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে আকরাম হোসেনকে ইট দিয়ে আঘাত করে বখাটে নান্টু, বিশাল, রতনসহ বেশ কয়েকজন। গুরুতর আহত আকরামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে তিনি মারা যান।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2