গ্রামবাসীদের দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

কিশোরগঞ্জের ভৈরবের মৌটুপী গ্রামের সংঘর্ষে জেরে পাশ্ববর্তী ভবানীপুর গ্রামের দুপক্ষের সংঘর্ষে মিজান (৪১) নামের একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার ভবানীপুর সুলেমানপুর গ্রামের ময়দুর মুন্সির বাড়ির রবিউল্লাহ মিয়ার ছেলে। এসময় আহত হয়েছে ২০ জন। শুক্রবার বেলা ১১ টার দিকে ভবানীপুর সুলেমানপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন- দুধু মিয়া (৩২), অপু মিয়া (২৪), পাপ্পু (২২), আক্তার মিয়া(৩০)। আহতদেরকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের দুই বংশের সংঘর্ষের জেরে পাশ্ববর্তী ভবানীপুর গ্রামের বধুর গোষ্টির নেতা বাদশা মিয়ার সাথে সুলেমানপুর ময়দর মুন্সি গৌষ্টির মিজান মিয়ার সাথে মৌটুপীর ঝগড়ার বিষয়ে গত বুধবার রাতে তর্কাতর্কির ঘটনা ঘটে। এই ঘটনাটি মিমাংসার জন্য স্থানীয় দরবারিরা শালিশী বসেন। এসময় দরবার চলাকালীন সময়ে বধুর গোষ্ঠির নেতা বাদশা মিয়ার লোকজন ময়দর মুন্সির বাড়ির মিজান মিয়ার উপর হামলা চালায়। পরবর্তীতে দুপক্ষের লোকজনের মধ্য সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় গুরুতর অবস্থায় মিজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের ফুফাত ভাই পারভেজ বলেন, মৌটুপির সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মিজান মিয়া ও বাদশা মেম্বার ঝগড়া করলে এলাকার চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটি মীমাংসা করতে আজ শালিসে বসে। এসময় দুজন উত্তেজিত হয়ে দুই পক্ষের লোকজন নিয়ে সংঘর্ষ শুরু করে। এসময় প্রতিপক্ষের আঘাতে আমার ভাই মিজান নিহত হয়।
শ্রীনগর এলাকার সাবেক চেয়ারম্যান মোঃ ওসমান গনি বলেন, মৌটুপি গ্রামের বিরোধ ঝগড়া আমাদের গ্রামে এসে পড়ল। আমরা চেয়েছিলাম মৌটুপির ঘটনার বিরোধ যেন আমাদের গ্রামে না হয়। কিন্তু, শালিশির সময় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে ঘটনাটি ঘটে।
এলাকার বর্তমান চেয়ারম্যান মোঃ হারুনউর রশিদ বলেন, যদি জানতাম এঘটনা ঘটবে তবে আজ শালিশের ব্যবস্থা করতাম না। দুটি পক্ষই উগ্রবাদ। মৌটুপি গ্রামের বিবাদ ঝগড়া এখন আমাদের গ্রামে ছড়িয়ে পড়লো। মিজানের নিহত হওয়ার ঘটনাটি দুঃখজনক।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.মেহেদি হাসান জানান, ভবানীপুরের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করি।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মৌটুপী গ্রামের সংঘর্ষের জেরে পাশ্ববর্তী ভবানীপুর সুলেমানপুর গ্রামের একজন নিহত হয়েছেন। পরবর্তীতে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুপক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণ করছেন বলে তিনি জানান।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: