স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোন আধুনিক সমাজ হয় না: মনির হায়দার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, বহির্বিশ্ব গণতন্ত্র বলতে বোঝে এবং বোঝায় ট্রান্সপারেন্সি এবং একাউন্টটিবিলিটি, একটা সিস্টেম, যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোন আধুনিক সমাজ হয় না। আধুনিক সমাজের সবচেয়ে বড় শর্ত হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা।
নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মস্থল তৈরিতে করণীয় শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। শুক্রবার সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মনির হায়দার আরও বলেন, পাবলিক অফিসের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণতন্ত্র। আমাদের দেশে সত্যিকার অর্থে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না, আর গণতন্ত্র না থাকার সবচেয়ে বড় কুফল হলো, সমাজে দুইটা জিনিসের ভয়ংকর রকমের ঘাটতি তৈরি হয় ট্রান্সপারেন্সি এবং একাউন্টটিবিলিটি।
মনির হায়দার বলেন, আমরা স্বাভাবিকভাবে গণতন্ত্র বলতে বুঝি একটি নিরপেক্ষ নির্বাচন। এভাবেই চিন্তা করা হয়। যে সমস্ত দেশে গণতন্ত্রের চর্চা হয় তারা গণতন্ত্র বলতে নির্বাচনটাকে বোঝে। কিছুটা অপ্রীতিকর পরিবেশের মধ্যেও যদি আমরা কিছু অ্যাচিভ করতে পারি মানুষের স্বাস্থ্যসেবা দেবার ক্ষেত্রে যদি কোন ইমপ্রুভমেন্ট আমরা আনতে পারি সেটাই আমাদের লক্ষ্য।
তিনি আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে দীর্ঘদিন ধরে একটি লড়াই সংগ্রামে ছিলাম। কিসের জন্য ছিলাম? আমরা একটি ডেমোক্রেটিভ এনভারমেন্ট চাই। যে এনভারমেন্টে মানুষের কাছে সবকিছু পরিষ্কার থাকবে। যেখানে ব্যক্তি বিশেষের প্রায়োরিটি থাকবে না, গোষ্ঠী বিশেষের প্রায়োরিটি থাকবে না। প্রায়োরিটি থাকবে জনগণ।
আলোচনা সভায় মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শাহারিয়া শায়লা জাহান। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও সাউথ কবি, মেডিকেল অফিসার ডা ফাতেমা কামাল সাখী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান আরা প্রমুখ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: