• NEWS PORTAL

  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাচারকালে কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার

মোংলা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ১৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পাচারকালে কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস উদ্ধার

সুন্দরবন থেকে  হরিণ শিকারের পর জবাই করে পাচারের সময় ৩১ কেজি হরিণের মাংস, একটি মাথা ও ৪টি পা জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার কর্তৃক মোংলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি করে পরিত্যক্ত একটি বস্তা হতে ৩১ কেজি হরিণের মাংস, ১টি মাথা ও ৪টি পা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারী দল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি তারা। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করে কোস্টগার্ড। 

কোস্টগার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2