• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এলপিজি গ্যাসভর্তি গাড়ি আটকে বিক্ষোভ, ৫ দফা দাবি

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ০৮:০৪, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ০৮:০৫, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
এলপিজি গ্যাসভর্তি গাড়ি আটকে বিক্ষোভ, ৫ দফা দাবি

‘ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই’ আন্দোলনের অংশ হিসাবে ভোলার ইন্ট্রাকো কোম্পানির এলপিজি গ্যাস ভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকায় যাওয়ার পথে আটকে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র-জনতা।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনে কাভার্ড ভ্যানটি আটকে দেওয়া হয়।
বিক্ষোভকারীরা জানায়, ভোলার গ্যাস ভোলার ঘরে ঘরে না দিয়ে দীর্ঘদিন ধরে ইন্ট্রাকো কোম্পানির মাধ্যমে বোতলজাত করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এনিয়ে ব-দ্বীপ ফোরামসহ বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় আন্দোলন তীব্রতর হয়ে উঠছে। এ আন্দোলনের ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ইন্ট্রাকোর একটি গ্যাসবাহী গাড়ি ভোলা থেকে ঢাকা যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র ও স্থানীয় বিক্ষুব্ধ জনতা ভোলার বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের সামনের রাস্তায় কাভার্ড ভ্যান আটকে বিক্ষোভ করে। পরে তারা কাভার্ড ভ্যানটি বাস টার্মিনাল সংলগ্ন হেলিপ্যাড রোডে নিয়ে রাখে।

এর পূর্বে ঘরে ঘরে গ্যাস চাই, গ্যাস ভিত্তিক শিল্প কারখানা, মেডিকেল কলেজ স্থাপন, ইন্ট্রাকোর সাথে চুক্তি বাতিল ও ভোলা বরিশাল ব্রিজ নির্মাণসহ ৫ দফা দাবিতে সকাল ১১টায় ভোলার কে. জাহান মার্কেটের সামনে ব-দ্বীপ ফোরামের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2