• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অস্ত্র-গুলি ফেলে পালিয়ে গেলো সন্ত্রাসীরা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০৮:১০, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
অস্ত্র-গুলি ফেলে পালিয়ে গেলো সন্ত্রাসীরা

পুলিশের অভিযান টের পেয়ে অস্ত্র ও গুলি ফেলে পালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৯টায় খাগড়াছড়ির সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায়। ঘটনাস্থল থেকে উদ্বার করা হয়েছে একটি লাইটগান ও এক রাউন্ড গুলি। 

পুলিশ জানায়, শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে কলেজ গেইট মোহাম্মদপুর এলাকায় কতিপয় বেশ কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা এর নেতৃত্বে সদর থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ ইসমাঈল হোসাইন ও এসআই সোহেল মিয়া সঙ্গীয় পুলিশের ফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অজ্ঞাতনামা সন্ত্রাসী তাদের সাথে থাকা লাইটগান ও গুলি ফেলে জঙ্গলে পথে পালিয়ে যায়। পরে  ওই স্থানে স্থানীয় জনগণের উপস্থিতিতে তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2