রিকশা উল্টে নালায় পড়ে ছয় মাস বয়সী শিশু নিখোঁজ

চট্টগ্রাম নগরীর কাপাসগোলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে ছয় মাস বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাতে নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশায় থাকা ওই শিশুর মাকে উদ্ধার করেছে স্থানীয়রা।
ফায়ার সার্ভিস জানায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা নালায় পড়ে যাওয়ার পর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে। তবে, ছয় মাসের এক শিশু নিখোঁজ আছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরী দল কাজ করছে।
এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিটি মেয়র ডা:শাহাদাত হোসেন। শিশুটিকে উদ্ধারে নালার বর্জ্য অপসারণে যোগ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: