• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অপহৃত চবি শিক্ষার্থীদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১১:১১, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
অপহৃত চবি শিক্ষার্থীদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ছয়জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথবাহিনী। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সেনাবাহিনীর নেতৃত্বে গত বুধবার থেকেই অভিযান চলমান রয়েছে। অভিযানে ব্যবহার করা হচ্ছে প্রযুক্তি। বিভিন্ন সড়কে জোরদার করা হয়েছে নিরাপত্তা। অপহৃতদের উদ্ধার করা প্রথম টার্গেট বলে জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

বৈসাবি উৎসব শেষে বাড়ি ফেরার পথে পানছড়ি সড়কের গিরিফুল এলাকায় অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করা হয়।

অপহৃতরা হলো- চট্টগ্রাম বিশ্ববিদ্যালযের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের শিক্ষার্থী রিশান চাকমা, চারুকলা বিভাগের মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণী বিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তাদের বহনকারী অটোরিকশা চালককেও অপহরণ করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2