মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুন: প্রধান আসামির সহযোগী গ্রেফতার

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা আকরাম হোসেন কে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি নান্টু ও তার সহযোগী খোকন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৫। নওগাঁ থেকে তাদের গ্রেফতার কে রাজশাহীতে নেওয়া হয়।
শনিবার (১৯ এপ্রিল) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্যা জানান র্যাব ৫ এর অধিনায়ক লে: কর্নেল মোহম্মদ মাসুদ পারভেজ।
প্রেস ব্রিফিংয়ে র্যাব অধিনায়ক জানান, র্যাব ৫ এর সদর কোম্পানি রাজশাহীর একটি চৌকস দল গেল রাতে নওগাঁর সদর ধানাধীন রায়পুর আড়য়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. নান্টু ও তার সহযোগী কালুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নান্টু তালাইমারী শহীম মিনার এলাকার কালু মিয়া ও আব্দুস সাত্তারের ছেলে খোকন মিয়াকে গ্রেফতার করে। র্যাব অধিনায়ক জানায়, আকরাম হোসেন কে হত্যার পর আসামি নান্টু আত্মীয় স্বজনের সহযোগিতা না নিয়ে একজন পরিচিত ভ্যান চালকের সহযোগিতায় নওগাঁতে যান, এবং ওই ভ্যান চালক একটি পরিত্যাক্ত বাড়ীতে থাকার ব্যবস্থা করে দেন। গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত সেই পরিত্যাক্ত বাড়ীতে ছিলো আসামীরা।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা এই হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। দুপুরে তাদের বোয়ালিয়া থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এর আগে ১৬ এপ্রিল রাতে রাজশাহী নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় এসএসসি পরীক্ষার্থী মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা আকরাম হোসেন কে পিটিয়ে খুন করার হয়। তিনি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
পরিবারের সদস্যরা জানায়, আকরাম হোসেনের মেয়েকে এলাকার কয়েকজন বখাটে ইভটিজিং করত। এই নিয়ে প্রতিবাদ করায় আকরাম হোসেনের বাড়িতে গিয়ে ওই যুবকরা হুমকি দিয়ে আসে। এক পর্যায়ে ১৬ এপ্রিল রাত সাড়ে দশটার দিকে আকরাম হোসেনকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এসময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতর ছেলে বাদী হয়ে ৭জনকে আসামী করে মামলা দায়ের করেন।
বিভি/এআই
মন্তব্য করুন: