চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল ফেনীতে স্থাপনের দাবিতে মানববন্ধন

চীনের অর্থায়নে প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল ফেনীতে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন ফেনীবাসী।
শনিবার সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরা ফেনীর সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
ঘণ্টাব্যাপী কর্মসূচিতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা চীনের অর্থায়নে বাংলাদেশের দক্ষিণপূর্বঞ্চলে যে এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের আলোচনা চলছে, সেটি দেশের গুরুত্বপূর্ণ জেলা ফেনীতে স্থাপনের দাবি জানান।
তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও ফেনী মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল ফেনীতে হলে ভুটান, নেপাল ও চীনের ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করতে আসবেন। একই সঙ্গে চিকিৎসাসেবার জন্য এই অঞ্চলের নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
সরকারের উদ্দেশে বক্তারা বলেন, জমি লাগলে তারা এখনই জমি দিতে প্রস্তুত। শুধু ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিলে তারা এখনই নির্ভেজাল জমির ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব নেবেন।
তারা বলেন, ফেনীর মানুষ অসুস্থ হলেই চিকিৎসার জন্য ঢাকা বা চট্টগ্রাম যেতে হয়। এতে পথেই অনেকের মৃত্যু হয়। জেলায় চীনের প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি স্থাপিত হলে পথে আর মানুষ মরবেন না।
বিভি/এআই
মন্তব্য করুন: