• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাতক্ষীরায় ২৭ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ১৩ কেজি ভারতীয় রূপা জব্দ

প্রকাশিত: ১৭:৩৯, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৩৯, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সাতক্ষীরায় ২৭ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ১৩ কেজি ভারতীয় রূপা জব্দ

ভারত থেকে বাংলাদেশে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ২৭ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় ১৩ কেজি ভারতীয় রূপা জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকালে কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে উক্ত রূপা জব্দ করা হয়। তবে, বিজিবি এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি। 

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে বাংলাদেশে রুপার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটেলিয়নের হাবিলদার আবুল কাশেম এর নেতৃত্বে একটি চৌকস দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্তে অভিযান চালায়। এ সময় সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ১২ কেজি ৯৭৫ গ্রাম রুপা জব্দ করে। জব্দকৃত রূপার বাজার মূল্য ২৭ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা। তিনি আরো জানান, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনসহ জব্দকৃত রূপা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, সাতক্ষীরা ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় বিজিবি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় শাড়ি, বোরকা, ঔষধ ও সাবানসহ বিভিন্ন মালামাল জব্দ করে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2