• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মানিকছড়িতে রবি’র দুই টেকনিশিয়ান অপহৃত 

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২১:২১, ১৯ এপ্রিল ২০২৫

আপডেট: ২৩:০৮, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
মানিকছড়িতে রবি’র দুই টেকনিশিয়ান অপহৃত 

খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারি মোবাইল কোম্পানি রবি’র দুই টেকনিশিয়াকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। অপহৃতরা হচ্ছে,মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)। 

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে মানিকছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রগুলো জানায়, শনিবার দুপুর সোয়া একটার দিকে মানিকছড়ি উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়ক সংলগ্ন ধর্মঘরস্থ ময়ুরখীল বিলে থাকা রবি টাওয়ার মেরামত যায় টেকনিশিয়ান মো. ইসমাইল হোসেন ও আব্রে মারমা। সেখানে হাজির কয়েকজন সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী। টেকনিশিয়ানদের টাওয়ার থেকে নামিয়ে  জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, দুইজন টেকনিশিয়ান নিখোঁজ হয়েছে বলে লোকমুখে শুনেছি। এ বিষয়ে কেউ কোনো নিখোঁজ ডায়েরি কিংবা অভিযোগ করেনি। তারপরও আমরা খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি। তবে এ ব্যপারে রবি’র কারো বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি ভোরে একযোগে খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙা উপজেলার ৮টি রবি টাওয়ার ভাঙচুর, তছনছ ও আগুনে জ্বালিয়ে ক্ষতিগ্রস্ত করে সন্ত্রাসীরা। এর পর হতে ক্ষতিগ্রস্ত টাওয়ারের আওতায় থাকা কয়েক হাজার মোবাইল গ্রাহক গত ৩ মাস যাবৎ সেবা বঞ্চিত রয়েছে।  

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2