• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশি, দুই ভুয়া ডিবি পুলিশ আটক

প্রকাশিত: ২১:২৮, ১৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশি, দুই ভুয়া ডিবি পুলিশ আটক

জয়পুরহাটে পুলিশ পরিচয়ে স্বর্ণের দোকানে তল্লাশির সময় দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামের তৈয়ব সরকারের ছেলে সাগর (৩০), নওগাঁ সদর উপজেলার জগত সিংহপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ইমরান (২১)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, শনিবার দুপুরে পাঁচবিবি উপজেলার চানপাড়া বাজারে তাপস কুমার পালের স্বর্ণের দোকানে ওই দুই ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশি শুরু করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে পাঁচবিবি থানা পুলিশকে খবর দেয়। এরপর পাঁচবিবি পুলিশ ডিবি অফিসে ফোন করে বিষয়টি নিশ্চিত হলে তাদের আটকিয়ে রাখতে বলেন। এরপর পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2