• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নরসিংদী ডায়াবেটিক সমিতির নতুন সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক নূরুল আমিন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৫, ২০ এপ্রিল ২০২৫

আপডেট: ০৯:৪৬, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
নরসিংদী ডায়াবেটিক সমিতির নতুন সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, সাধারণ সম্পাদক নূরুল আমিন

নরসিংদীতে আনন্দঘন পরিবেশে ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন ২০২৫-২৮ সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে। রাত আটটায় নির্বাচন কমিশন বেসরকারিভাবে আবু সালেহ চৌধুরী সহ-সভাপতি ও মোঃ নূরুল আমিন সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করে।

নরসিংদী ডায়াবেটিক সমিতি সূত্রে জানা যায়, নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির ২০ পদের মধ‍্যে সভাপতি এবং প্রথম দুইটি সহ সভাপতি; এই ৩টি পদে পদাধিকার বলে যথাক্রমে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন এই ৩ জন পদায়িত হন।

নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ‍্যে ৩টি সহ সভাপতি পদে ৮ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, ২টি যুগ্ম সম্পাদক পদে ৪ জন প্রার্থী এবং কার্যনির্বাহী সদস‍্য ৯টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২১৬ জন ভোটারের মধ‍্যে ১৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। 

সহ-সভাপতি পদে যথাক্রমে- আবু সালেহ চৌধুরী ১০০ ভোট, চৌধুরী মোঃ ইয়াহিয়া ৯২ ভোট ও পরেশ সূত্রধর ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ নূরুল আমিন।

যুগ্ম সম্পাদক পদে যথাক্রমে মোঃ নাজমুল হক ভূঁইয়া ১০৩ ভোট ও মলয় কুমার বর্মন ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে নির্বাচিত ৯ জন যথাক্রমে- সদস্য মুক্তিযোদ্ধা এম.এ বাসার ১১১ ভোট, আলহাজ্ব মোঃ কাজিম উদ্দিন ১০৭ ভোট, স্বপন কুমার সাহা ১০৩, মোঃ আঃ বাছেদ মিয়া ১০০ ভোট, মোঃ রাসেল বিন হাসানাত ৯৭ ভোট, সলিমুল্লাহ ভূঁঞা ৯৩ ভোট, মোঃ আজহার উদ্দিন ৮৯ ভোট, মোঃ মাসুদুর রহমান মাসুদ ৮৯ ভোট ও শংকর লাল সাহা ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2