অপরিপক্ক ৩৫০ কেজি আম জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কালিগঞ্জে বাজারজাত করার উদ্দেশে গাছ থেকে অপরিপক্ক আম পাড়ার সময় ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে ৩৫০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করা হয়েছে। এসময় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার মৌতলা ও ভাড়াশিমলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জানান, শুধু দেশে নয়, বিদেশেও সাতক্ষীরার গোবিন্দভোগ ও হিমসাগর আমের সুনাম রয়েছে। কিন্তু, কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ক গোবিন্দভোগ আম পেড়ে তা বেশি লাভের আশায় বাজারজাত করতে ঢাকায় পাঠাচ্ছেন। এসব অপরিপক্ক আম তারা বিষাক্ত রাসায়নিকে পাকিয়ে বিক্রি করার উদ্যোগ নিচ্ছেন যা মানবদেহের জন্য ক্ষতিকারক। অসাধু ব্যবসায়ীদের ঠেকাতে শনিবার বিকেল ৩টার দিকে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে উপজেলার মৌতলা এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করা হয়। একই সাথে ব্যবসায়ী কৃষ্ণনগর এলাকার মিজানুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, বিকেল ৪টার দিকে উপজেলার ভাড়াশিমলা এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ১৫০ কেজি গোবিন্দভোগ আম জব্দ করা হয়।এসময় ব্যবসায়ী কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মফিজুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস আরও বলেন, খুব শীঘ্রই এলাকার আম ব্যবসায়ীদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মতবিনিময়ের মাধ্যমে আম পাড়ার সময় নির্ধারণ করবেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: