পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে সলঙ্গা থানার এরানদহ গ্রামে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওই দুই শিশু হলো- সলঙ্গা থানার এরানদহ গ্রামের আলহাজ আলীর মেয়ে আলফা খাতুন (৩) ও মিনহাজ আলীর ছেলে আফিল (৩)।
নিহত দুই শিশুর প্রতিবেশি ডাক্তার আনিছুর রহমান বলেন, দুপুরে আলফা ও আলিক বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বিকেলে বাড়ির পাশে পুকুরের পানিতে দুইজনের মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: