• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ, দুই বোন দগ্ধ

প্রকাশিত: ১১:২৪, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ, দুই বোন দগ্ধ

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় দুই বোন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। 

রবিবার (২০ এপ্রিল) ভোর ৫টার দিকে বায়েজিদ এ ঘটনা ঘটে। দগ্ধ অটোরিকশার যাত্রীরা হলেন- লায়লা ও ঝর্ণা। তারা সম্পর্কে দুই বোন এবং রাউজান পৌরসভা এলাকার ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ভোরে অটোরিকশার যাত্রীরা কুতুবদিয়া মালেক শাহ’র দরবারে যাচ্ছিলেন। আতুরার ডিপো এলাকায় এলে কয়েকজন লোক অতর্কিত পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে অটোরিকশায় থাকা ৩ যাত্রীর মধ্যে দুইজন দগ্ধ হয়। অটোরিকশার সিলিন্ডারের লাইন টেনে ছিঁড়ে দেওয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটেনি। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ভোরে আগুনে দগ্ধ সিএনজি অটোরিকশার দুই যাত্রী হাসপাতালে আসেন। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। চালক ও যাত্রীরা জানিয়েছেন,তাদের ওপর পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2