• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

এসএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৫, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
এসএসসি পরীক্ষার সময় কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা

এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা অমান্য করার অভিযোগে খাগড়াছড়ির রামগড়ে কোচিং সেন্টারের দুই পরিচালককে পৃথক দুই মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২০ এপ্রিল) সকালে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া এলাকায় কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।

তিনি বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী পৃথক দুই মামলায় ২৫ হাজর টাকা করে দুইজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা আদায় করা হয়। এছাড়া কোচিং সেন্টারসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে খোলা না রাখার জন্য সতর্ক করা হয়।

উল্লেখ্য, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্তভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ১০ এপ্রিল থেকে ১৩ মে ৩৪ দিন পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2