চট্টগ্রাম মহানগর জামায়াত আমীরের সংবাদ সম্মেলন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে না দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর আমীর শাহজাহান চৌধুরী। রবিবার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও সরকারের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা লোকজন বর্তমান সরকারকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে।
এসময় তিনি আরো বলেন, চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল একটি আয়বর্ধক টার্মিনাল। এতে চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে যথেষ্ট বিনিয়োগ রয়েছে। টার্মিনালটি দেশীয় অপারেটর দ্বারা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এই মুহূর্তে বিদেশি বিনিয়োগকারীদের হাতে গেলে বিপুল পরিমাণ শ্রমিক চাকরি হারাবে। এর সাথে এনসিটির পাশেই নৌবাহিনীর ঘাঁটি থাকায় রাষ্ট্রীয় নিরাপত্ত্বা ও গোপনীয়তা হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: