• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

টঙ্গীবাড়ীতে পুকুর থেকে ৩২৬ রাউন্ড সরকারি গুলি উদ্ধার

প্রকাশিত: ১৫:২৮, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
টঙ্গীবাড়ীতে পুকুর থেকে ৩২৬ রাউন্ড সরকারি গুলি উদ্ধার

৫ আগস্ট থানা হতে লুট হওয়া ৩২৬ রাউন্ড সরকারি গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের একটি পুকুরের পানির নিচে প্লাস্টিকের কৌটায় রক্ষিত অবস্থায় এই সমস্ত গুলি উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশ এক পেস বিজ্ঞপ্তিতে জানায়, টঙ্গীবাড়ী উপজেলার দক্ষিণ পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের পুকুরের দক্ষিণ পাশে পানির নিচ হতে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে আটকানো প্লাষ্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৬ (তিনশত ছাব্বিশ) রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ৫ আগস্ট ২০২৪ তারিখে থানা থেকে লুণ্ঠনকৃত এসব গুলি কোনো দুষ্কৃতিকারী অসৎ উদ্দেশ্যে উল্লেখিত স্থানে পানির নিচে লুকিয়ে রেখেছিলো। 

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, পুকুরের তলদেশ হতে গোয়েন্দা পুলিশ গুলি গুলো উদ্ধার করেছে। এগুলো সরকারি গুলি।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2