• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:৪১, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
১৯ বছর পর বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ ১৯ বছর পর বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির বোদা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভোটের মাধ্যমে আব্দুল মান্নান সভাপতি নির্বাচিত হয় এবং সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আসাদুল্লাহ আসাদ নির্বাচিত হয়। সাংগঠনিক সম্পাদক পদে ভোটের মাধ্যমে রায়হানুল হক রিয়েল প্রধান ও দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) বোদা মডেল সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি- রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, রংপুর বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। 

দীর্ঘ ১৯ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। প্রতিটি ইউনিয়ন থেকে ব্যাপক মিছিল নিয়ে সম্মেলনে যোগদান করে। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2