• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নরসিংদীর সবুজ পাহাড় অনার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ২০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৪৯, ২০ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
নরসিংদীর সবুজ পাহাড় অনার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জমজমাট আয়োজনে শেষ হয়েছে নরসিংদীর সবুজ পাহাড় অনার্স কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

রবিবার (২০ এপ্রিল) দুপুরে শিবপুরের সবুজ পাহাড় অনার্স কলেজ মাঠে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার। 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সবুজ পাহাড় (অনার্স) কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আকরামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভি.পি. তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ডা. মো. বজলুল গণি ভূঞা, সম্মানিত অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক তফাজ্জল হোসেন, দাতা সদস্য আব্দুর রহমান ভূঞা ও সবুজ পাহাড় (অনার্স) কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন প্রমুখ। 

সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দলগত ডিসপ্লে, মশাল প্রজ্বলনের পর বিভিন্ন ইভেন্টের মধ্যে দিয়ে দিনব্যাপী কলেজের শিক্ষার্থীরা, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিরা বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। বিকালে সাংস্কৃতিক পর্বে নাচ, গান, কবিতা আবৃতিতে মুখরিত ছিল কলেজ প্রাঙ্গণ। 

প্রধান অতিথি আবুল হারিছ রিকাবদার বলেন, ভালো ছাত্র হওয়া সহজ কিন্তু ভালো মানুষ হওয়া কঠিন। একজন ভালো মানুষ দেশ, জাতি, সমাজে কল্যাণ বয়ে আনে। সুতরাং আসুন আমরা একজন ভালো মানুষ হই। আমি আশাবাদী এই প্রতিষ্ঠানটি সকল শিক্ষার্থীদের একেক জনকে ভালো মানুষ ও সংস্কৃতিমনা মানুষ তৈরি করবে। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2