দুদকেরও দুর্নীতি রয়েছে, আপনারা ধরিয়ে দেবেন: দুদক চেয়ারম্যান

ছবি: সংগৃহীত
দুদকেরও দুর্নীতি রয়েছে জানিয়ে তা ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন।
সোমবার (২১ এপ্রিল) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে দুদকের গণশুণানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
দুদক চেয়ারম্যান বলেন, অনেক কর্মকর্তা সৎ, ভালো কিন্তু কাজ করেন না। এটিও কাম্য নয়। পাঁচ আগষ্ট পরবর্তী ড. ইউনুসের সরকার দুর্নীতিমুক্ত বলেও দাবি করেন তিনি। অভিযোগ করেন আগেতো প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঘুষ দিতে হতো।
গণশুনানিতে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একশো ছয়টি অভিযোগ জমা পড়ে। শুনানি শেষে অভিযোগগুলো নিষ্পত্তি হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: