• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পলাশে চিনাদের অবৈধ ব্যাটারি ফ্যাক্টরি বন্ধ করলো পরিবেশ অধিদফতর

প্রকাশিত: ১৫:২২, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পলাশে চিনাদের অবৈধ ব্যাটারি ফ্যাক্টরি বন্ধ করলো পরিবেশ অধিদফতর

নরসিংদীর পলাশে অবৈধ ভাবে গড়ে উঠা চিনা প্রতিষ্ঠান জীনইউয়ান স্টোরেজ নামে একটি ব্যাটারি ফ্যাক্টরি স্থায়ী ভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর। 

সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে গড়ে উঠা ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই অভিযান পরিচালনা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রে জানান, ফুলবাড়িয়া গ্রামে অবৈধ ভাবে গড়ে উঠা ব্যাটারি ফ্যাক্টরিটি দীর্ঘদিন ধরে এলাকার ফসলি জমিসহ আশপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি করে আসছিলো। যার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ফ্যাক্টরিটি স্থায়ীভাবে বন্ধের জন্য দাবি জানিয়ে আসছে। ক্ষতিকর এই ফ্যাক্টরিটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। 

অভিযানে নরসিংদী পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার, সহকারি পরিচালক প্রশান্ত কুমার রায়, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2