• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৬, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৫ সেনাসদস্য আহত

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত পাঁচজন সেনাসদস্য আহত হয়েছেন। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহত সেনাসদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন-সৈনিক রমজান, সৈনিক সৈকত, সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও মেহেদী। এদের মধ্যে সৈনিক রমজানের বুকে ও পায়ে এবং সৈনিক সৈকতের কপাল, মাথা ও বাম হাতের সোল্ডারে আঘাত লেগেছে। এ ছাড়া আংশিক আহত হয়েছেন সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও মেহেদী।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি ধুলিহর বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা ৪/৫ জন সেনাসদস্য আহত হয়েছেন। 

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2