• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাড়িতে মায়ের মরদেহ রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে মেয়ে

প্রকাশিত: ১৭:২১, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
বাড়িতে মায়ের মরদেহ রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে মেয়ে

ভোরে হঠাৎ মায়ের মৃত্যু। মায়ের মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মুন্নি। এ ঘটনা ঘটেছে শরীয়তপুরের গোসাইরহাটে।

সোমবার (২১ এপ্রিল) উপজেলায় কুচাইপট্রি ইউনিয়নের চরমাইজারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী মুন্নি আক্তার চরমাইজারী গ্রামের কাশেম মৃধার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে মুন্নি সবার ছোট। সোমবার ভোরে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান তার মা জলেখা। মায়ের মরদেহ ঘরে রেখেই কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন এ শিক্ষার্থী।

মুন্নির চাচি কমলা বলেন, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন আমার জা। আজ ভোরে তিনি মারা যান। মুন্নির মায়ের মরদেহ বাড়িতে রেখেই পরীক্ষা দিতে গিয়েছে। মুন্নি বাড়িতে আসলে তার মাকে কবর দেওয়া হবে।

গোসাইরহাট উপজেলা নিবার্হী অফিসার আহম্মেদ সাব্বির সাজ্জাদ বলেন, বিষয়টি জানতে পেরে ওই কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম। সার্বক্ষণিক খোঁজ খবর রাখার চেষ্টা করেছি। ওই পরীক্ষার্থীদের সান্ত্বনা দিয়েছি। 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2