• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতির তিনদিনের রিমান্ড মঞ্জুর

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৪, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতির তিনদিনের রিমান্ড মঞ্জুর

মানিকগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১২টার দিকে গোলাম মহীউদ্দীনকে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ৮ এপ্রিল বেলা ১১টার দিকে তিনি মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানিকালে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ বলেন, ‘জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’

উল্লেখ্য, বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গোলাম মহীউদ্দীনকে প্রধান আসামি করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: