• NEWS PORTAL

  • শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সাতক্ষীরায় একই ঘর থেকে দুইশত বিষধর সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার

প্রকাশিত: ১৮:১২, ২২ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:১৪, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সাতক্ষীরায় একই ঘর থেকে দুইশত বিষধর সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার

সাতক্ষীরার সদর উপজেলার একটি বসত ঘর থেকে দুইশত পিস বিষধর (কালকেউটে) সাপের বাচ্চাসহ ডিম উদ্ধার হয়েছে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলা ধুলিহর ইউনিয়নের জাহানাবাজ গ্রামের মোখলেছুর রহমানের বসতঘর থেকে এগুলো উদ্ধার করা হয়।

বাড়ির মালিক মোখলেছুর রহমান জানান, সোমবার (২১ এপ্রিল) সকালে কয়েকটা সাপের বাচ্চা বাড়ির সামনে চলাচল করতে দেখেন। এরপর মঙ্গলবার দুপুরের দিকে তিনি সাপুড়ি রফিকুলের সহযোগিতায় সেগুলো মেরে ফেলেন এবং ডিমগুলো ধ্বংস করেন। আর কিছু ডিম সাপুড়ি রফিকুলের হেফাজতে রাখা হয়েছে।

মোখলেছুর আরও জানান, সাপের বাচ্চাগুলো হয়তো ঘরের মধ্যে কোথাও ছিলো। এ সন্দেহ থেকে মঙ্গলবার দুপুরে সাপুড়ি রফিকুলের সহায়তায় দুইশত পিস বাচ্চাসহ শতাধিক ডিম উদ্ধারের পর তা নষ্ট করা হয়েছে। 

এদিকে, এ ঘটনার পর থেকে সাপ আতঙ্কে রয়েছেন ওই পরিবারসহ এলাকাবাসী।

সাপুড়ি রফিকুল ইসলাম জানান, আপনারা সাপ দেখে কেউ ভয় পাবেন না। সাপ দিয়ে মূল্যবান ওষুধ তৈরি হয়। আর আমরা সাপুড়িরা এই সাপ দিয়ে খেলা দেখাই। আপনারা সাপ দেখলে আমাদের খবর দেবেন।

বিভি/এআই

মন্তব্য করুন: